ময়না পাখি কত দিনে কথা বলে বিস্তারিতো জানুন।

প্রিয় পাঠক, ময়না পাখি কত দিনে কথা বলে। সেগুলো নিয়ে হয়তো অনেক খোঁজাখুঁজি করেছেন আপনি কিন্তু সঠিক তথ্য খুঁজে পাচ্ছেন না। অথবা ময়না পাখির দাম কত, কোথায় ময়না পাখি পাবেন আমি আজকে আলোচনা করবো। আপনি যদি আমার আর্টিকে একটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়েন,তাহলে বুঝতে পারবেন।
ময়না পাখি কত দিনে কথা বলে বিস্তারিতো জানুন।

এই নিচের আর্টিকেলে আমরা চেষ্টা করেছি আপনারা কিভাবে ময়না পাখি দাম কত, কত দিনে কথা বলা শিখে। এছাড়া বেশ কিছু পয়েন্ট নিয়ে করেছি। যা আপনার অনেক উপকারে আসবে তো চলুন আমরা আজকে সেই সকল বিষয়ে বিস্তারিত জেনে নেই।

ভূমিকাঃ

আমাদের দেশের ময়না পাখি সাধারণত, ছয় থেকে আট মাস বয়সে কথা বলা শিখতে শুরু করে। এরা সাধারণত ১০০ থেকে ২০০ টি শব্দ শিখতে পারে। তারা মানুষের মতই কথা নকল করতে পারে। আপনি যদি কথা বলতে পারে, এমন একটি পাখি খুঁজতেছেন তাহলে ময়না পাখি দুর্দান্ত পছন্দ হবে আপনার।
তো চলুন ময়না পাখি দেখতে কেমন হয়, দাম কত, কত দিনে কথা বলা শিখে। তা আমরা বিস্তারিত জানে নিই।
এই ময়নার পাখির দৈর্ঘ্য কমবেশি ২৯ সেমি, ডানা ১৭ সেমি, ঠোঁট ৩ সেমি, পা ৩.৫ সেমি, লেজ ৮ সেমি, ওজন ২১০ গ্রাম এর মত হয়ে থাকে। সাধারণত অবস্থায় প্রাপ্তবয়স্ক পাখিকে পুরোপুরি চকচকে ঘোর কৃষ্ণবর্ণ দেখায়। আর প্রজননের সময় মাথা আর ঘাড়ে হালকা বেগুনি আভা দেখা যায়।

আমাদের দেশের ময়না পাখি সাধারণত ছয় থেকে আট মাস বয়সে কথা বলা শিখতে শুরু করে। আর ময়না পাখির দাম সাধারণত, ৫ হাজার টাকা থেকে শুরু করে ১৫ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।

ময়না পাখি কত দিনে কথা বলে বিস্তারিতো জানুন।

আমাদের দেশের ময়না পাখি সাধারণত ৬-৮ মাস বয়সে কথা বলা শিখতে শুরু করে ।তবে কিছু কিছু ময়না এর আগেও ৪ মাস বয়স থেকেই কথা শুরু করতে পারে ।ময়না পাখি যত বেশি মানুষের সাথে সময় কাটাই ততো তারাতারি কথা শিখবে।
ময়না পাখি সাধারণত ১০০-২০০ শব্দ শিখতে পারে। তারা মানুষের মতোই শব্দ কথা নকল করতে পারে।এমনকি তারা হাসতে গাইতে, এবং তারা মানুষের কণ্ঠস্বর অনুকরণ করতে পারে।ময়না পাখি খুব বুদ্ধিমান পাখি তারা মানুষের সাথে একটি শক্তিশালি বন্ধন তৈরি করতে পারে। আপনি যদি একটি কথা বলতে পারে এমন পাখি খুজতেছেন, তাহলে ময়না পাখি দুর্দান্ত পছন্দ হবে আপনার। আশা করি ময়না পাখি কত দিনে কথা বলে আপনি বিস্তারিত জানতে পেরেছেন।

ময়না পাখির যে খাদ্য তালিকা রয়েছে তাঁর মধ্যে অন্যতম হলো রসালো ফল যেমন ;কলা, পেপে,আনারস, আম,কমলা,চেরি ফল,ইত্যাদি। এছাড়াও ময়না পাখি শুকনা মরিচ এর গুরা দিয়ে ভাত মাখিয়ে দিলে খায়,ছাতু একটু শক্ত শক্ত করে মাখিয়ে দিলে খেতে বেশ পছন্দ করে।আর পাকা মরিচ ও এরা খাই।

এই ময়নার পাখির দৈর্ঘ্য কমবেশি ২৯ সেমি, ডানা ১৭ সেমি, ঠোঁট ৩ সেমি, পা ৩.৫ সেমি, লেজ ৮ সেমি, ওজন ২১০ গ্রাম এর মত হয়ে থাকে। সাধারণত অবস্থায় প্রাপ্তবয়স্ক পাখিকে পুরোপুরি চকচকে ঘোর কৃষ্ণবর্ণ দেখায়। আর প্রজননের সময় মাথা আর ঘাড়ে হালকা বেগুনি আভা দেখা যায়।

ময়না পাখির দাম কত?

আমাদের বাংলাদেশে কয়েক ধরনের ময়না পাখি পাওয়া যায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য পাতি ময়না, বান্দরবান জেলার ময়না, সিলেটের ময়না, একেক অঞ্চলের ময়না পাখির দাম একেক রকম হয়ে থাকে, তবে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার। ময়না পাখির দাম কত? সাধারণত ৫,০০০ টাকা থেকে শুরু করে ১৫,০০০ টাকা পর্যন্ত হয়।
ময়না পাখি কেনার জন্য বেশ কিছু জায়গা রয়েছে, যার মধ্যে রয়েছে পোষা পাখির দোকান, পাখির বাজার অথবা অনলাইন মার্কেটপ্লেস যেমন;Bikroy.com আপনি একটি সুস্থ পাখি পাচ্ছেন তা নিশ্চিত করার জন্য একজন বিক্রেতার কাছ থেকে কেনা খুবই গুরুত্বপূর্ণ।

ময়না পুরুষ নাকি স্ত্রী চেনার উপায়ঃ

ময়না পাখি প্রায় সবসময়ই তীক্ষ্ণ চিৎকার করে ডাকে। এদের চিহ্নিত করা খুবই সহজ কাজ নয়,
ভোরবেলা আর সন্ধ্যাবেলা, এদের ডাকাডাকি বেড়ে যায়। স্ত্রী ময়না পুরুষ ময়না দুই লিঙ্গের ময়নায় বিচিত্র রকমের ডাকে সমানভাবে দক্ষ। এরা শিস দেয় আবার খড়খর করে ডাকে আবার গলা খগানোর মত করে ডাকতে পারে।
সাধারণত স্ত্রী-ময়নার থেকে পুরুষ ময়নার মাথার ঝুঁটি একটু ছোট হয়। স্ত্রী পুরুষ ময়না আজীবনের জন্য জোড়া বাধে। সঙ্গী না মারা যাওয়া পর্যন্ত ওদের জোড় অটুট থাকে। এই ছিল ময়না পুরুষ নাকি স্ত্রী চেনার উপায়।

ময়না পাখির প্রজনন কালঃ

প্রজননকালঃ স্ত্রী-পুরুষ ময়না আজীবনের জন্য জোড়া বাঁধে। সঙ্গী না মারা যাওয়া পর্যন্ত ওদের জোড় অটুট থাকে। বর্ষাকালে ময়না পাখি প্রজনন করে। এপ্রিল-জুলাই মাসে বন অথবা চা বাগানের ধারে ১০-১৫ মিটার উঁচুতে গাছের ডালে। ঘাস, পালক ও আবর্জনা দিয়ে বাসা বানিয়ে ডিম পাড়ে। আর সেখানেই তারা বাচ্চা বড়ো করে।

ময়না পাখির বাচ্চাকে কী কী খাবার খাওয়ানো উচিত।

ময়না পাখি বা তাঁর বাচ্চার সুস্থ ভাবে বেঁচে থাকতে গেলে প্রয়োজন সুষম খাবার। বা তারা সহজে হজম করতে পারে এমন খাবার। আমরা প্রত্যেকেই জানি, পৃথিবীতে সমস্ত প্রাণীদের দেহ লক্ষ, লক্ষ কোষ দিয়ে গঠিত হওয়ার জন্য যা প্রয়োজন। তা হলো কঠিন,কার্বোহাইড্রেট,ফ্যাট,ভিটামিন, মিনারেলস, এর সঠিক ভাগ।
এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রোটিন এছাড়াও আমরা পাখিদের কে নরম খাবার দিয়ে থাকি যেমন, ভাত সিদ্ধ ডিম পাকা পেঁপে ইত্যাদি অনেক উপকারী খাবার। ময়না পাখির বাচ্চাকে এই সকল খাবার খাওয়ানো উচিত। শুধু বাচ্চার জন্য নয়, পাখিকেও নিয়মিত নরম খাবার দেওয়া উচিত।

অঙ্কুরিত খাবার-ঃ

আমরা পাখির জন্য যে সমস্ত খাবার অঙ্কুরিত করতে পারি সেগুলো হল ১। চিনা বাদাম,২। সরিষা দানা। ৩। ছোলা,৪। মসুর,৫।গম, ইত্যাদি।নরম খাবার আমরা ময়না পাখির বাচ্চাকে যে সমস্ত খাবার দিয়ে থাকি সেগুলো হল ১। এক কাপ ভাত ২। গাজর 2 ইঞ্চি,৩। ছাতু, ৪।পাকা পেঁপে।

আমরা আশা করি এই পদ্ধতিতে আপনার ময়না পাখির বাচ্চাকে খাওয়ালে অতি দ্রুত বাচ্চা বড় হতে শুরু করবে।

ময়না পাখি পালন পদ্ধতি জেনে নিনঃ

আমাদের দেশে অনেক ধরনের ময়না পাখি পাওয়া যায়। কিন্তু অনেকেরই অজানা ময়না পাখি পালন পদ্ধতি কি ভাবে করতে হয়। চলুন আমরা আজকে জেনে নেই, ময়না পাখি পালন করা খুবই সহজ যদি এর পালন পদ্ধতি জানা থাকে। ময়না পাখি সাধারণত খাঁচায় পুড়ে পালন করতে হয়, কারণ এই পাখি খাঁচা থেকে বের হলে উড়ে চলে যেতে পারে।

ময়না পাখি পালন করতে হলে অবশ্যই এই পাখির পছন্দের খাবার খাওয়াতে হবে। যত্ন সহকারে এবং ভালোভাবে এই পাখিকে খাবার খাওয়াতে পারলে এই পাখি খুব সহজেই পোষ মানবে। খাঁচায় ময়না পাখি পুষলে পাখির কিছু রোগ ও হতে পারে, তার জন্য তাৎক্ষণিকভাবে চিকিৎসকের পরামর্শ নেওয়া লাগবে।

যেমনঃ আবহাওয়া পরিবর্তনের কারণে অসুস্থতা হতে পারে.১। সরিল ফুলিয়ে মুখ গুজে বসে থাকা,২। খাবার কম খাওয়া,৩। শ্বাসতন্ত্রের অসুস্থতা ইত্যাদি হতে পারে। পশু পাখি খাচায় বন্দি রেখে প্রতিপালন করা জায়েজ, যদি তাকে তাদের প্রয়োজনীয় খাদ্য-পানি দেওয়া হয়। এবং যথাযথভাবে যত্ন নেওয়া হয়। হাদিসে এসেছে কিছু সাহাবী খাচায় পাখি রেখে লালন-পালন করেছে।

লেখক এর মন্তব্যঃ

প্রিয় পাঠক আমরা চেষ্টা করেছি আমাদের আর্টিকেলের মধ্যে ময়না পাখির খাদ্য তালিকা, ময়না পাখির দাম, ময়না পাখি কত দিনে কথা বলে। এবং স্ত্রী ময়না,পুরুষ ময়না পাখি চেনার উপায়।

আমার আর্টিকেল, লেখাটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনার উপকারে এসে থাকে। তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে করে তারাও উপকৃত হতে পারে। আপনাকে অসংখ ধ্যনবাদ আমার আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ার জন্য।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url