IELTS পরিক্ষা কি - IELTS পরিক্ষা কখন দিতে হয় জেনে নিন।
সম্মানিত পাঠক, আসসালামু আলাইকুম! IELTS পরিক্ষা কি - IELTS পরিক্ষা কখন দিতে হয় এটা নিয়ে আপনি হয়তো গুগলে অনেক খোঁজাখুঁজি করেছেন, কিন্তু সঠিক তথ্য পাচ্ছেন না। আবার IELTS করতে কত টাকা লাগে এই সকল বিষয়ে আপনাদেরকে আজকে বিস্তারিত জানিয়ে দিবো, তো চলুন জেনে নিই।
এছাড়া আমার আর্টিকেলটিতে আমি চেষ্টা করেছি আপনাদেরকে জানানোর, IELTS করতে কত টাকা লাগে, আইইএলটিএস পরীক্ষার নিয়ম, শূন্য থেকে IELTS প্রস্তুতি, Ielts পরীক্ষা কোথায় হয়। এছাড়া আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। তো চলুন সে বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই।
IELTS পরিক্ষা কি - IELTS পরিক্ষা কখন দিতে হয় জেনে নিন।
IELTS পরিক্ষা কি - IELTS পরিক্ষা কখন দিতে হয়। সারা বিশ্বব্যাপী ইংরেজি দক্ষতা যাচায়ের স্বীকৃতি একটি মাধ্যম হলো IELTS, IELTS এর পূর্ণরূপ হল International English Language Testing System। নন-নেটিভ ইংলিশ ভাষাভাষীদের জন্য ইংরেজি ভাষাভাষী দেশসমূহে যাওয়ার ক্ষেত্রে ইংরেজি দক্ষতা যাচাইয়ের স্কোর বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মূলত একজন আবেদনকারী কোন দেশে যাবে, কি ধরনের চাকরি করবে, উচ্চশিক্ষায় ভালো মানের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ অর্জনে এবং চাকরি পাওয়ার ক্ষেত্রে IELTS স্কুল প্রভাবক হিসেবে কাজ করে। চলুন এবার জানি IELTS পরীক্ষা কখন দিতে হয়। মূলত দুই দিনে IELTS পরীক্ষা হয়। যে তারিখের জন্য রেজিস্ট্রেশন করা হয় সেই দিনে, লিসেনিং, রিডিং আর রাইটিং হয় যথাক্রমে।
আর এই দিনের ২/৩ দিন আগে বা পরে স্পিকিং টেস্ট হয়। নিচে প্রতিটা মডিউল সম্পর্কে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করবো।
লিসেনিংঃ এই মডিউলে চারটা সেকশান থাকে। প্রতি সেকশানে ১০টা করে প্রশ্ন থাকে। মোট ৪০ টা প্রশ্ন থাকে যার প্রতিটার মার্ক থাকে ১ করে। এই ৪০ টার কতটা ঠিক হবে তার উপরে আসলে ব্র্যান্ড স্কোর নির্ধারণ করা হয়। এখানে আসলে ৪ সেকশনে ৪ রকম অডিও থাকে।
অডিও শুনতে শুনতে প্রশ্নের উত্তর করতে হয়। ভয় পাওয়ার কিছু নেই, ৪-৫টা প্রশ্ন পড়ে পরের ৪-৫টা পড়ার জন্য সময় দেওয়া হয় আর উত্তর প্রশ্নের ক্রমানুসারে থাকে। সাধারণত ৬ ধরনের প্রশ্ন থাকে লিসেনিং মডিউলে।
রিডিংঃ এই মডিউলে ৩টা সেকশান থাকে। প্রতি সেকশনে ১৩ থেকে ১৪ করে প্রশ্ন থাকে। সাধারণত শেষেরটায় ১৪টা প্রশ্ন থাকে। মোট ৪০টা প্রশ্ন থাকে যার প্রতিটার মার্ক থাকে ১ করে। এই ৪০টার কতটা ঠিক হবে তার উপরে আসলে ব্র্যান্ড স্কোর নির্ধারণ করা হয়।
এই মডিউলে ৩টা প্যাসেজ থাকবে এবং প্যাসেজ পড়ে উত্তর করতে হবে। আমাদের নবম-দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের মতো আরকি। রিডিং- এ সাধারণত ১১ ধরনের প্রশ্ন থাকে।
রাইটিংঃ এই মডিউলে আসলে ২টা প্যাসেজ লিখতে হয়। ১ম প্যাসেজটায় একটা ভিজুয়ালের বর্ণনা করতে হয়। প্রথম ৪-৫ মিনিট কিছু সাধারণ প্রশ্নের উত্তর করতে হয়। তারপর একটা টপিকের উপরে ১-২ মিনিট কথা বলতে হয়। এখানে প্রস্তুতির জন্য ১ মিনিট সময় দেওয়া হয়। এরপর ৫-৬ মিনিট আবার প্রশ্ন-উত্তর করতে হয়। কিন্তু এবারের প্রশ্নগুলো একটু বিশ্লেষণ ধর্মী এবং ৩-৫ লাইনে উত্তর করতে হয়।
IELTS করতে কত টাকা লাগে।
IELTS করতে কত টাকা লাগে আপনি কি জানেন। না জানলে এই আর্টিকেলটি মনোযোগ সহ পড়বেন তাহলে আশা করি বুঝতে পারবেন। IELTS পরীক্ষা দুটি মাধ্যমে হয়ে থাকে। একটি হচ্ছে IELTS অন পেপার এবং অন্যটি হচ্ছে IELTS অন কম্পিউটার। আপনি যে কোন একটি মাধ্যমে পরীক্ষা দিতে পারবেন।
ব্রিটিশ কাউন্সিল অনুযায়ী, বর্তমানে IELTS একাডেমিক পরীক্ষা অথবা জেনারেল ট্রেনিং পরীক্ষার ফি ২০,৫৫০ টাকা। অর্থাৎ IELTS একাডেমিক পরীক্ষা বা জেনারেল ট্রেনিং যে কোন একটি করতে ২০ হাজার ৫৫০ টাকা লাগবে।
কিন্তু আপনি যদি IELTS পরীক্ষার জন্য কোন কোচিং সেন্টারে ভর্তি হন তাহলে অবশ্যই আপনার খরচ আরো বাড়বে। আশা করছি আপনি এখন জানতে পেরেছেন IELTS করতে কত টাকা লাগে বা খরচ কেমন হয়।
IELTS পরীক্ষা কতবার দেওয়া যায়।
IELTS পরীক্ষা কতবার দেওয়া যায়, এই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো। IELTS পরীক্ষা দেওয়ার জন্য কোন নির্দিষ্ট বয়সের প্রয়োজন নেই। আপনি যতবার খুশি IELTS পরীক্ষা দিতে পারেন। তবে আমরা আপনাকে দৃঢ়ভাবে সুপারিশ করছি, যে আপনি আবার পরীক্ষা দেওয়ার আগে অতিরিক্ত অধ্যায়ন করুন।
এছাড়াও আপনি IELTS অফিসিয়াল ফ্রি প্র্যাকটিস ম্যাটোরিয়ালস এবং প্রিপারেশন বুক ব্যবহার করে আপনার দক্ষতা উন্নত করতে পারেন।
IELTS পরীক্ষা কোথায় হয়।
বিশ্বের মোট ১২০ টি দেশে IELTS টেস্ট সেন্টার রয়েছে প্রায় ৫ শতাধিকের অধিক। বর্তমানে বাংলাদেশের মোট পাঁচটি বিভাগে ৮টি IELTS টেস্ট সেন্টার রয়েছে। যার মধ্যে ঢাকায় রয়েছে ৪টি এবং চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা বিভাগে একটি করে আরোও ৪টি IELTS টেস্ট সেন্টার আছে। চলুন সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেই,-
এক নজরে রাজধানীর ঢাকার IELTS টেস্ট সেন্টার গুলো দেখে নিন।
- 1. IDP Bangladesh
Email: info@aaa.net.bd
Phone (General): +880 4478-666888
Phone (Oters): +880 9666-782782
Email: ielts.bd@idp.com
Website: https://www.idp.com/bangladesh/ielts/
- 2. British Council Bangladesh
Phone: +880 9666-773377
Fax: 880-2-8613375
Email: info@dnsgroup.net
Website: britishcounzcil.org.bd
- 3. WINGS English Language Centre
Phone: +88-02-9660392, 58615425
Email: info@wings.com.bd
Website: www.wings.com.bd
চট্টগ্রামে IELTS টেস্ট সেন্টার-
- 4. British Council - Chittagong
Phone: +880 31 657884-6
Fax: +880 31 657881
Email: Nayeemur.rahman@bd.britishcouncil.org
Website: www.britishcouncil.org/bangladesh
সিলেট IELTS টেস্ট সেন্টার-
- 4. British Council Bangladesh
Phone: +880 1730-334023
website: britishcouncil.org.bd
রাজশাহীতে IELTS টেস্ট সেন্টার-
- 5. British Council - Rajshahi
Phone: +880 2 8618905
Fax: +880 2 8613375
E-mail: harun.rashid@bd.britishcouncil.org
Website: www.britishcouncil.org/bangladesh
খুলন IELTS টেস্ট সেন্টার-
- 6. Adam's Academia
Address: 9, Khan Jahan Ali Road, Khulna-9100, Bangladesh.
Phone: +880 1712-091516
কোন দেশে কত IELTS স্কোর লাগে।
কোন দেশে কত IELTS স্কোর লাগে, অনেক ছাত্র-ছাত্রী জানতে চেয়েছেন আপনাদের জন্য আজকের এই আর্টিকেল। বিদেশের উচ্চ শিক্ষার জন্য IELTS পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ মানদন্ড। এই পরীক্ষার মাধ্যমে একজন ব্যক্তির ইংরেজি ভাষার দক্ষতা যাচাই করা হয়। সাধারণত বিদেশে উচ্চ শিক্ষার জন্য IELTS পরীক্ষার নূন্যতম স্কোর 6.0 লাগে।
তবে বিষয় এবং বিশ্ববিদ্যালয়ভেদে এই স্কোরের তারতম্য হতে পারে। তো চলুন জেনে নেওয়া যাক,কোন দেশে কত IELTS স্কোর লাগে। দেশ ও পড়াশোনা প্রোগ্রাম ভেদে IELTS স্কোর ভিন্ন ভিন্ন হয়। তবে স্বাভাবিকভাবে একটি দেশে পড়াশোনার জন্য মিনিমাম স্কোরের পরিমাণ নিচের তালিকায় দেওয়া হলোঃ-
- 1. Australia
ব্যাচেলর: IELTS - 6.0 (No Band Below 5.5)
মাস্টার্স: 6.5 IELTS (No Band Below 6.0)
ডক্টরেট: 6.5
- 2. Austria
ব্যাচেলর: IELTS - 6.0 (No Band Below 5.5)
মাস্টার্স: 6.5 IELTS (No Band Below 6.0)
ডক্টরেট: 7.0
- 3. Canada
ব্যাচেলর: With/ Without IELTS Or ESL 6.5/6.0/ No Band Below 5.0
মাস্টার্স: 6.5 IELTS No Band Below 6.0
ডক্টরেট: 7.5/7.0
- 4. China
সকল স্তরে IELTS প্রয়োজন হয় না
5. Czech Republic
সকল স্তরে IELTS - 6.0/5.5
- 6. Denmark
ব্যাচেলর: IELTS - 6.0 ( No Band Blow 5.5)
মাস্টার্স: 6.5 IELTS
ডক্টরেট: 7.0/6.5
- 7. Finland
ব্যাচেলর ও মাস্টার্স: IELTS 6.0
ডক্টরেট: 7.0
- 8. France
ব্যাচেলর ও মাস্টার্স: IELTS - 6.0
ডক্টরেট: 6.5
- 9. Germany
ব্যাচেলর: 6.0 ( জার্মান ভাষা - A1-A2 এবং ফুল ফ্রি স্কলারশিপের জন্য)
মাস্টার্স: 6.5 IELTS
ডক্টরেট: 7.0/6.5
- 10. Italy
ব্যাচেলর ও মাস্টার্স: IELTS - 6.0
ডক্টরেট: 6.5
- 11. Malta
ব্যাচেলর: With/Without IELTS - 6.0 ( No Band Below 5.5)
মাস্টার্স: 6.5/6.0 IELTS
ডক্টরেট: 7.0/6.5
- 12. New Zealand
ব্যাচেলর ও মাস্টার্স: IELTS - 6.0 ( No Band Below 5.5)
ডক্টরেট: 6.5
- 13. Poland
ব্যাচেলর ও মাস্টার্স: IELTS - 6.0 ( No Band Below 5.5)
ডক্টরেট: 7.5
- 14. Portugal
ব্যাচেলর: IELTS - 6.0/5.5
মাস্টার্স: 6.5/6.0 IELTS
ডক্টরেট: 7.0/6.5
- 15. South Korea
ব্যাচেলর: With/Without IELTS - 6.0 ( No Band Below 5.5)
মাস্টার্স: 6.5/6.0 IELTS
ডক্টরেট: 7.0/6.5
- 16. UK
ফাউন্ডেশন: UKVI IELTS - 5.5
ব্যাচেলর: UKVI IELTS - 5.5
মাস্টার্স: UKVI IELTS - 6.5
ডক্টরেট: 7.0
- 17. USA
ব্যাচেলর: With/Without IELTS - 6.0 ( No Band Below 5.5)
মাস্টার্স: 6.5 IELTS No Band Below 6.0
ডক্টরেট: 7.0/6.5
IELTS করে কোন কোন দেশে যাওয়া যায়।
IELTS করে কোন কোন দেশে যাওয়া যায়, এই বিষয়ে যারা জানতে চেয়েছিলেন তাদের জন্য আজকের এই আর্টিকেল। ১৪০টি দেশে IELTS গ্রহণ করা হয়। তবে পৃথিবীর শীর্ষস্থানীয় দেশগুলোর তালিকায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, ইত্যাদি।
IELTS দেশ গুলির তালিকাভুক্ত অভিবাসন প্রয়োজনীয়তা এবং একাডেমিক প্রবেশের জন্য প্রয়োজনীয় ন্যূনতম ব্যান্ড স্কোর উপরের আলোচনায় আপনাদেরকে জানানো হয়েছে। প্রতিটি দেশের ভিসার প্রকারের উপর ভিত্তি করে আলাদা, আলাদা IELTS ব্যান্ড স্কোরের প্রয়োজনীয়তা রয়েছে।
শেষ কথাঃ
প্রিয় পাঠক, আমার আর্টিকেলটিতে আমি চেষ্টা করেছি। আপনাদেরকে IELTS এর অনেক বিষয়ে জানানোর যেমন; IELTS পরিক্ষা কি - IELTS পরিক্ষা কখন দিতে হয়, IELTS করতে কত টাকা লাগে, Ielts পরীক্ষা কতবার দেওয়া যায়, Ielts পরীক্ষা কোথায় হয়, Ielts করে কোন কোন দেশে যাওয়া যায় ইত্যাদি। বিষয়ে সম্পূর্ণ আলোচনা করেছি যা আপনার অনেক উপকারে আসবে।
আমার লেখাটি যদি আপনার ভালো লেগে থাকে বা আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই নিচে একটি কমেন্ট করে জানাবেন। এবং আপনার পরিচিত বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন যাতে করে তারা উপকৃত হতে পারে। আর সবশেষে (রাত্রি গ্রুপের) সাথে এতক্ষণ থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। (আল্লাহ হাফেজ)।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url